বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ মেহেদী হাসান, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মোঃ মজিবুর রহমান চৌধুরী ও যুব মহিলালীগ সভানেত্রী আসমা সুলতানা জুথি প্রমূখ। এদিকে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল মাদ্রাসায় ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) মো. ফারুক হোসাইন।