পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এতিম বাচ্চাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ এর আয়োজনে বুধবার সন্ধায় পরিষদ মাঠে আর্থিক সহায়তা, আলোচনা সভা, আতশবাজি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদেন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আনোয়ার সাদাত স¤্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আটোয়ারী থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সভা শেষে ইউনিয়নের ২৭ জন এতিম বাচ্চাদের হাতে আর্থিক সহায়তার খাম তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত আমন্ত্রীত অতিথিবৃন্দ।