ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব ফেডারেশন ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র ইউনিট’র উদ্যোগে মোমবাতি প্রজ্জলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাসের আলম সিদ্দিকী, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড.লিয়াকত আলী, পৌরসভার কমিশনার তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক যুবনেতা, শরিফুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, মফিজুল হক চাঁন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রাম সরকার, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন।