সরাইলের এক ঝাঁক উদ্যমী তরূণদের দৃষ্টি নন্দন সংগঠন ‘মানবিক সরাইল-জে-বি’। আর সংগঠনই স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আয়োজন করেছিল ‘গুণীজন সম্মাননা-২০২১’ এর। গতকাল বৃহস্পতিবার সকালে কালিকচ্ছ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪ গুণীকে দেওয়া হয়েছে সেই সম্মাননা। ওই অনুষ্ঠানে মানবিক সরাইলের ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে। সংগঠনের সম্পাদক মো. অহিদুজ্জামান লস্কর অপুর সঞ্চালনায় সহসভাপতি বাক প্রতিবন্ধি কানিজ ফাতেমা স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সফল সংসদ সদস্য, কলামিষ্ট, কবি ও জননেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, শিক্ষাবিদ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডক্টর শাজাহান ঠাকুর, সাবেক উপসচিব ইতিহাসবিদ কবি ও সাহিত্যিক মো. শহীদুর রহমান, সাবেক জেলা রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মোহাম্মদ আলী বিল্লাল। সম্মাননা প্রাপ্ত চারজনই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। তারা সরাইলের গুরূত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন। বক্তব্য রাখেন- সাবেক পুলিশ সুপার, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা মালিক খসরূ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, লেখক ও গবেষক ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক ও কবি আবুল কাশেম তালুকদার। সবশেষে জিয়াউল মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মানবিক সরাইলের সদস্যরা। আর জিয়াউল হক মৃধা গুণীজন সম্মাননা ক্রেস্ট তুলে দেন অপর তিনজন গুণীর হাতে। সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর শাজাহান ঠাকুর বলেন, দেশ প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল ১ লাখ ১০ হাজার। আজ সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখে। কারণ স্বাধীনতার পর রাজাকাররা ও ভারতে অবস্থানকারী এদেশের শরণার্থীরা হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এরজন্য দায়ী রাজনৈতিক নেতারা। তারা ৭১’র পর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন।