করোনা সংক্রমণ প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় পথচারীসহ ২২ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝিনাইগাতী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাস্ক না পরার অপরাধে ১৯৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় এসব জরিমানা করেন তিনি। পরে আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৩ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। এই সময় প্রশাসনের পক্ষ থেকে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।