মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পিরোজপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কমিশনার এবং এককালীন শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান সিকদার (৭৭) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার জোহরবাদ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অর্নার প্রদান করা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গত সোমবার রাত দেড়টার দিকে পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।