চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জামাল উদ্দিন মন্ডলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্ৰামের ত্রিমোহনী মোড়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক আবদুল আজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল,২নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফ উদ্দিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা সভাপতি আবদুল আলিম, নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, মাইনুল ইসলাম, আলহাজ¦ আবদুল অহেদ আলী প্রমূখ।