জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে আনন্দ র্যালী করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আবদুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান পালনের সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দেশে আসা বিশ্বনেতাদের শুভেচ্ছা জানান।