পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের অরুনাচল ম্যানগ্রোভ ফরেস্ট নামের একটি প্রস্তাবিত পার্কের নির্ধারিত খাস জমি দখল করে প্রাচীর গড়ছেন পাড়েরহাট ইউনিয়ের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মহসিন হাওলাদার। কচা নদীর তীরে জেগে উঠা চরে পার্কটি অবস্থিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাড়েরহাট ইউনিয়নের তহসিল অফিস ও পাড়েরহাট নৌ পুলিশ সংলগ্ন এলাকায় সরকারি বরাদ্ধে অরুনাচল ম্যানগ্রোভ ফরেস্ট নামে একটি পার্ক নির্মানাধীন রয়েছে। যদিও অর্থ বরাদ্ধের অভাবে বর্তমান নির্মান কাজ বন্ধ রয়েছে। এ সুযোগে পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মহসিন হাওলাদার পার্কের খাস জমি দখল করে পাকা ইট দিয়ে প্রাচীর নির্মান করেছেন।
অভিযুক্ত ইউপি সদস্য মহসিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার ক্রয়কৃত জমির উপর স্থাপনা নির্মান করছি।
এ ব্যাপারে স্থানীয়রা জানান,এই চরে সরকারি পার্ক ছাড়া কোন ব্যক্তিগত স্থাপনা কেউ নির্মান করেন নাই। এটাই প্রথম ব্যক্তিগত স্থাপনা। আমরা যতটুকু জানি এটা সরকারি খাস জমি।
পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে থাকা মোঃ মামুনুর রশিদ জানান, শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকায় মহসিন মেম্বার এ বাউন্ডারি নির্মান করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। উর্দ্ধ্যাতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই এক দিনের মধ্যে জমি পরিমাপ করে খাস জমি উদ্ধার করা হবে।