ঝিনাইদহে অতি দরিদ্র দলিত জনগোষ্ঠীর অবস্থান এবং আমাদের করনীয় জেলা পর্যায়ে করোনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এইড ফাউন্ডেশন মিলনায়তনে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা শারি, সিডো ও বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস মিডিয়া ডিফেল্ডার ফোরাম এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারী নুরুন্নাহার মহিলা কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল লতিফ শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবোধানে ছিলেন বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস মিডিয়া ডিফেল্ডারের সদস্য ও সিডোর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শারির এ্যাডভোকেসি সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু।
এসময় বক্তারা, ঋষি ও হরিজন কলোনীগুলোতে মাতৃত্বকালীন ভাতা বরাদ্ধ, সরকারী পুষ্টি প্রকল্প চালু, বিকল্প পেশার সাথে জড়িত হওয়ার জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করারসহ নানাবিধি প্রস্তাবনা তুলে ধরেন।