জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল বামুনজি বিল থেকে নিখোঁজের একমাস পর হবিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২মার্চ) বিকেলে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি উপজেলার হবদেশ এলাকার মো. জাহান আলীর ছেলে। সে স্থানীয় হবদেশ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল লতিফ মিয়া বলেন, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের জাহান উদ্দিনের ছেলে হবিবুর রহমান প্রায় এক মাস আগে নিখোঁজ হয়। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার। সোমবার বিকেলে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের বামুনজি বিলে লাশটি ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন।