কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আল্লারদর্গায় নাশির উদ্দীন কল্যাণ ট্রষ্ট ও খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ২দিন চক্ষু শিবির শান্তি পূর্ন ভাবে সমাপ্ত হয়েছে বলে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের ম্যানেজার আবদুর রাজ্জাক জানান এ বিনামূল্যে চক্ষু শিবিরে ২ দিন প্রায় ৩ হাজার চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করো হয় এবং এদের মধ্যে ৭৫০ জন রোগীকে চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করে নিজেস্ব পরিবহনে খুলনায় নিয়ে চোখের ছানি অপারেশন করে চোখে লেন্স লাগানো হবে বলে জানা গেছে। ২ দিন ব্যাপী চক্ষু শিবিরে খুলনা বি এন এন এস বি চক্ষু হাসপাতালের ডাঃ জুবায়ের আহাম্মেদ রিয়েল ও ডাঃ খান নাহিদ মুরাদ অনিক ওই চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন।