ঝিনাইদহের কালীগঞ্জ অত্যাধুনিক মৎস খাবার তৈরীর মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের সিআইজি মৎস খামারে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম প্রকল্পের আওতায় ইনোভেশন ফান্ডের পক্ষ থেকে এ মেশিন বিতরনের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস খাবার তৈরীর আধুনিক এ মেশিন প্রদান করেন। আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজা, কোলা ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন মোল্যা, মালিয়াট ইউপি চেয়ারম্যান এনামুল হক সংগ্রাম, সিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন, কালীগঞ্জ উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মেজবাউল জান্নাত, সি আইজি অন্তভ’ক্ত মৎস থামারী রনজিৎ কুমার ঘোষ, মমরেজ আলী প্রমূখ।
সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজা জানান, প্রকল্পের অধিনে মাছের ভাসমান খাবার তৈরীর এ অত্যাধুনিক মেশিনের মূল্য প্রায় ৯ লাখ টাকা। রাকড়ার সিআইজি সংশ্লিষ্ঠ সমবায়কে মেশিনের জন্য ৩ লক্ষ ৩৭ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এখন থেকে ওই এলাকার মৎস খামারীরা ওই সমিতির মাছের খামার বাদেও অন্য খামারীদের মাছের খামারের খাবার বাজার মূল্যের চেয়ে কমে এবং সুষমও খাবার পাবে।