ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে ধানসিড়িঁ নদী থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সোয়া ১০টায় উপজেলার ধানসিড়িঁ নদীর পিংড়ি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ দ- প্রদান করেন। এ সময় মাটি বহনককারী দুইটি মাহিন্দ্র জব্দ করা হয়।
দ-প্রাপ্তরা হলো উপজেলার চরসাংগর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮), ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার মো. ফয়েজ আলীর ছেলে মো. মোহাম্মদ আলী (৫৫)।