বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানকে নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনেরও প্রশংসাও করেছেন তিনি।
সম্প্রতি ফেসবুক লাইভে এক সাক্ষাৎকারে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে আকরামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাকিব।
তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশনস জাতীয় দল নিয়ে কী কাজ করেছে, কী প্ল্যান করছে? তাদের ব্যর্থতা বা সাফল্য কী? আকরাম ভাই তো অনেক গাটসি (সাহসী) মানুষ, এর আগে উনি পদত্যাগও করেছেন। ব্যর্থতার দায় তো তার ওপরও পড়ে, নাকি?’
অন্যদিকে বিসিবি প্রধানের প্রশংসা করে সাকিব বলেন, ‘আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই। পাপন ভাই আমার কাছে মনে হয় যত বেশি চিন্তা করে, ওত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে। সুজন ভাইও করে। তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি। যুবদল ভালো করছে। এই দু’জন ছাড়া ক্রেডিট দেয়ার মানুষ তো দেখি না, যারা আসলে ক্রিকেটটা নিয়ে ভাবছে।’
এমন সব মন্তব্যের প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক উৎপল শুভ্র সাকিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ফোনআলাপটি তুলে ধরেছেন নিজের ওয়েবসাইটে ‘উৎপলশুভ্রডটকম’ এ।