জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে তিনটি দোকানের প্রায় প্রায় ১০লাখ টাকার মালামালসহ নগদ টাকা পুড়ে ক্ষতি হয়েছে।
প্রত্যেক্ষদশী এবং ইসলামপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মো. হযরত আলী জানান,গত রোববার (২১মার্চ) দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে মলমগঞ্জ বাজারে শাহিন মিয়ার লেপ তোষকের দোকান,সাইফুল ইসলামের সোহাগ ট্রেডার্স ও আমীর আলীর মনোহারীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে পাথর্শী ইউপির চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ খবর পেয়ে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার প্রদানের আশ্বাস দিয়েছেন।