খুলনার পাইকগাছায় চাঁদখালী ইউনিয়নে প্রতীক বরাদ্দের আগেই প্রতিপক্ষ প্রার্থীর প্রধান সমন্বয়কারীসহ কর্মীদের হুমকি ও নির্বাচনী কার্যালয় করতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১১ এপ্রিল প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুনছু আলী গাজী, স্বতন্ত্র শাহজাদা মো. আবু ইলিয়াস, মনিরুল ইসলাম মনি মোল্যা, মোস্তা গাউছুল হক, মো. শফিকুল ইসলাম ও শেখ আহসান উল্লাহ। প্রার্থীরা ইতোমধ্যে উঠান বৈঠাক চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচার কার্যালয় করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এজন্য চাঁদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা মো. আবু ইলিয়াসের পক্ষে তার প্রধান সমন্বয়কারী মিঠু নির্বাচনের প্রাথমিক কাজ শুরু করেছেন বলে জানা যায়। নির্বাচনী কার্যালয় ঠিক করতে যায়। এ সংবাদ পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনছুর গাজীর ছেলে মনিরুল সহ কয়েক চাঁদখালী বাজারের মিনারুলের চায়ের দোকানে সামনে যেয়ে মিঠুকে শাহজাদার পক্ষে কাজ করতে নিষেধ করেন। কোনো অফিস করা যাবেনা। এসব করলে অবস্থা ভাল হবে না বলে হুমকি দেয় বলে মিঠু ও শাহজাদা নিজেরাই ভিডিও সাক্ষাতকারে অভিযোগ করেছেন এবং প্রতীক বরাদ্দের পরে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করবেন বলে প্রার্থী জানান। তিনি আরও বলেন, তার কর্মীদের বাড়ী বাড়ী যেয়ে হুমকি দিচ্ছে নৌকার বাইরে কোনো কাজ করা যাবেনা। এ ব্যাপারে মুনছুর আলী গাজী জানান, এখনও কোনো প্রতীক বরাদ্ধ হয়নি। প্রতিপক্ষদের নির্বাচনী কাজে বাধা দেয়ার মত তেমন কোনো ঘটনা আমার জানা নেই। বরং অন্য প্রার্থীরা অপপ্রচার করছে।