ঝিনাইদহ মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইমান শেখ (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ফতেপুর শিশুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের মৃত তোতা শেখের ছেলে।
নিহত ইমান শেখ মহেশপুর লেপ তোষকের কারখানায় কাজ করতেন। রোববার সকালে তিনি বাইসাইকেল যোগে মহেশপুরে আসার পথে শিশুতলা বাজারের নিকটবর্তী চাঁদপুর কাশেম সরদারের স’মিলের সামনে শাপলা পরিবহন তাকে ধাক্কা দেয়। স্থানীয়ারা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।