নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু জাফর টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদার, কেশারপাড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া, ডমুরুয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খোকন, কাদরা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, অর্জুনতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব, কাবিলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক দুলু পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ভূইয়া লিটন, মোহাম্মদপুর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল হক, বীজবাগ ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, নবীপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ডাঃ জালাল আহম্মদ, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক, কাবিলপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সাধরণ সম্পাদক আজাদ হোসেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় বক্তারা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে একক প্রার্থী মনোনয়ন দিয়ে সব ইউনিয়ন ও পৌর সভায় বিজয় অর্জন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এ সময় সভাপতির বক্তব্যে জনাব জাফর আহম্মদ চৌধুরী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ ভাবে পালন ও প্রত্যেক ইউনিয়নে বর্ধিত সভা করে ৩ জন করে প্রার্থী বাছাই করে রেজুলেশন জেলা ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার জহিরুল আলম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তৈয়ব আলী, শাহজাহান চেয়ারম্যান, আবদুস সাত্তার, জিয়াউল হক জিয়া, শ্রমিক লীগের আহ্বায়ক নুর নবী চিশতী, আওয়ামী লীগ নেতা মীর হোসেন মিরু, মিজানুর রহমান, কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূইয়া প্রমূখ