নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫০ শর্য্যা সরকারি স্বাaস্থ্য কমপ্লেক্সে’র ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা রোববার হাসপাতালের ইউএইচএফপিও অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব (ইউইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন.ভাইস চেযারম্যান মনিয়াম সুলতানা, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম, সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিক, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, জাহাঙ্গীর পাটোয়ারী, নুর হোসাইন সুমন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র-১ সাখাওয়াত হোসেন সেলিম,, আর এম ও ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নসরুল্যাহ আল মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা মুন্সি মুহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তৈয়ব আলী, সোহরাব ফেবলু ও যুবলীগ নেতা তারেক প্রমুখ।
সভায় হাসপাতালের রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও এর বাস্তবায়ন হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা হাসপাতালের বিভিন্ন সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ও সমস্যা গুলো তুলে ধরে এগুলো সমাধানের অনুরোধ জানান। বিশেষ করে হাসপাতালের পরিবেশ আরো সুন্দর করা, ওয়াড গুলোতে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা, টয়লেট পরিস্কার রাখা, এ্যাম্বুলেন্স সচল রাখা সহ নানা সমস্যা তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেন এবং এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।