ঝিনাইদহ কালীগঞ্জ শহরে শিল্পী আর্ট নামে ছোট একটি দোকান আছে। সাইনবোর্ড, ব্যানার লিখে যা আয় হয় সেটা দিয়েই চলে থাকে তার সংসার।
তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে একের পর এক শিল্পকর্ম করে যাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মুজিবভক্ত সুভাষ দাস। বঙ্গবন্ধুকে ভালোবেসে কখনো নিজ হাতে ছবি আঁকেন, কখনো আবার মুজিবকে নিয়ে নিজের লেখা গান, নিজের সুরে নিজেই কণ্ঠ দেন আবার বঙ্গবন্ধুকে ভালোবেসে কাদামাটি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছেন।
সুভাষ দাস নিজে বঙ্গবন্ধুকে রং-তুলিতে এঁকেছেন। যার উচ্চতা প্রায় ৮ ফুট। বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে দেশবাসিকে উপহার হিসাবে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছেন।বঙ্গবন্ধুর কে তিনি মন প্রানে ভালোবাসেন এ কারণে সখের বশিভুত হয়ে দেশবাসিকে উপহার দেবার জন্য এটা তৈরি করেছেন বলে জানান।
সুভাষ দাস একাধারে একজন গীতিকার, সুরকার ও একজন ভাস্কর্য শিল্পী। এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে ৮ টি গান লিখেছেন ও সুর করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করেছেন অসংখ্য মাটির ভাস্কর্য। রঙ আর তুলি দিয়ে তৈরি করেছেন ছবি।
সুভাষ দাস বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে মাটির তৈরি ভাস্কর্য নিজে তৈরি করে বিভিন্ন মানুষকে দিয়েছি। বিনিময়ে কোনো টাকা নেয়নি।
তিনি বলেন, ‘শিল্পী আর্ট’ নামে নিজের একটি আর্টের দোকান আছে। সেখানে থেকে যা আয় হয় তাই দিয়ে সংসার চালায়।বাড়িতে ছবি আঁকা শেখায়। এ ছাড়া রোজগারের কোনো পথ আমার নেই। ইতঃপূর্বে তিনি একবার বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছিলেন তাতে ব্যা হয়েছিল ৫৫ হাজার টাকা। সেটি ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে ১৫ হাজার টাকা ও কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা ১৪ হাজার টাকা দিয়েছিলেন। বর্তমানে সেটা ঝিনাইদহ শিল্পকলা একাডেমির সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য টি রাখা হয়েছে। এবার যেটা তৈরি করছেন সেটা কোথায় দিবেন তা তিনি বলতে পারছেন না। কিন্তু বলছেন জাতীর ভালবাসার উপহারের জন্য এটা তৈরি করছি। এটা তৈরি করতে প্রায় ২ মাস সময় লেগেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আনোয়ারুল আজীম আনার বলেন, আমি সুভাষ দাসকে ভালোভাবে চিনি। আমি তার চিত্রকর্মও দেখেছি যা খুবই সুন্দর হয়েছে।