সিরাজগঞ্জের রায়গঞ্জে এনডিপি কর্মচারী শারমিন পারভীন(২৫) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। সে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হালদারপাড়া আমেনা বেগমের কন্যা এবং এনডিপি মির্জাপুর শাখার কর্মচারী বলে জানা গেছে। ইউডি মামলার বাদী মৃত শারমিনের মা আমেনা বেগমের অভিযোগ সুত্রে জানা যায় চান্দাইকোনা হালদার পাড়া নিবাসী মোঃ আরিফুল ইসলামের সাথে বেশ কয়েক বছর পূর্বে ইসলামি শরিয়াত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর দাম্পত্য জীবনে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয় নাম তার সাদমান আজমীর ২ বছর। মৃত শারমিন তার স্বামী ও শিশু সন্তানকে রেখে বাদীনী ধুনট আত্মীয় বাড়ি যান। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে মোবাইল ফোনে খবর পান যে তার কন্যা মোছাঃ শারমিন খাতুন তার স্বয়ন ঘরে তালের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রায়গঞ্জ থানাপুলিশ রাত ১১.৩০টার সময় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করেন। মৃত্যুর কারণ জানা যায়নি।