খুলনার পাইকগাছায়্ ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার চাঁদখালী আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মনছুর আলী গাজীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেখ শহীদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. খায়রুল ইসলাম। চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম ইকরামুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি এসএম নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল বারিক, যুবলীগ নেতা আবদুল হালিম খোকন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, আবদুর রহিম সর্দার, রফিকুজ্জামান নিলু, আবদুল হাইদা মোল্লা, গাজী আজহারউদ্দিন, জাকির হোসেন, এস এম বাবুল আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী এসনেয়ারা, যুব মহিলা লীগ নেত্রী ময়না, রুপা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইয়াসির ও সাধারণ সম্পাদক চয়ন দেবনাথ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই, তাই অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে দলীয় প্রার্থী মনসুর আলীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ বর্ধিত সভায় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে হলে দলের সকল নেতাকর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করতে হবে। সভায় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে আহ্বায়ক ও আজিজুল ইসলাম কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।