বাগেরহাটের চিতলমারীতে মোস্তফা শেখ নামের এক ফটো সাংবাদিকের বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ১৭ মার্চ দুপুরে উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়নের খাগড়া বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোস্তফা একটি জাতীয় দৈনিকে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত আছে।
এ ঘটনায় ১৯ মার্চ বিকেলে ওই সাংবাদিক বাদী হয়ে চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়রা জানায়, এদিন দুপুরে বাড়ীতে কোন পুরুষ না থাকায় গ্রামের হারুন শিকদার দলবল নিয়ে তাদের বসত ঘর ভাংচুর করে। বাধা দিলে মোস্তফার বিধমা মায়ের উপর তারা চড়াও হয়। হারুন শিকদার ও তার মেয়ে মিনা বেগম বেধরক মারপিট করে ঘরে তালা ঝুলিয়ে দেয়।
মোস্তফার মা বকুল বেগম জানান, স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়িতে থেকে সন্তানদের লেখাপড়া শেখান। ছয় মাস আগে তিনি বাবার পুরাতন ঘর ছেড়ে আলাদা টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। কিন্তু তার ভাই হারুন শিকদার ও হারুনের মেয়ে মিনা বেগম তাদের তাড়িয়ে দেবার জন্য নানা অত্যাচার করে। ছেলেরা বাড়ি না থাকায় আজ আমার বাড়ী ভাংচুর করে এবং আমাকে বেধড়ক মারপিট করে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফটো সাংবাদিক মো. মোস্তফা শেখ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এসে বলেন তার মায়ের নিরাপত্তার দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শুধু মা নয় আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।
চিতলমারী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, তিনি অভিযোগটি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।