কয়রায় পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশন কমিটির মাসিক সভা শনিবার সকাল ১০ টায় পরিত্রান কয়রা শাখা অফিসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আ.ব.ম. আঃ মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা আলাউদ্দীনের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিত্রানের প্রোগ্রাম কর্মকর্তা আসাফুর রহমান কাজল, সাংবাদিক রিয়াছাদ আলী, প্রধান শিক্ষকক এস এম নুরুল আমিন নাহিন, সিএসআরএলের নিরাপদ মুন্ডা, আইসিডির আশিকুজ্জামান, সংঠনের সদস্য সাধনা মুন্ডা, মুর্শিদা খাতুন, মিলন মুন্ডা, মনিরুজ্জামান মনি, মিলন মন্ডল, নীলা দেবি মুন্ডা প্রমুখ। সভায় কিশোর কিশোরীদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা, শিশু শ্রম বন্ধ সহ সংগঠনের বিভিন্ন বিয়য় নিয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।