আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর প্রথম ধাপে ৩৭১টির মধ্যে পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে, চেয়ারম্যান পদে ১৭জন, সাধারণ সদস্য ১৩৭ জন, সংরক্ষিত মহিলা ৪১ সহ মোট ১৯৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করে উপজেলা নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, শুক্রবার (১৯মার্চ) মনোনয়ন পত্র বাছাই শেষে, ১নং মাটিভাঙ্গা ইউনিয়নে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১, স্বতন্ত্র ২, ইসলামি আন্দোলন ১, সংরক্ষিত মহিলা ৮ ও সাধারণ সদস্য ৩২ জন। মালিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১, স্বতন্ত্র ২, ইসলামি আন্দোলন ১, সংরক্ষিত মহিলা ১২ ও সাধারণ সদস্য ৩৪ জন। নাজিরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১, স্বতন্ত্র ২, ইসলামি আন্দোলন ১, সংরক্ষিত মহিলা ১১ ও সাধারণ সদস্য ৩০ জন এবং শেখমাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১, স্বতন্ত্র ২, জাতীয়পার্টি ১, ইসলামি আন্দোলন ১, সংরক্ষিত মহিলা ১০ ও সাধারণ সদস্য ৪১ জন। উল্লেখ্য সেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা ৯নং ওয়ার্ডে মৃত ধিরেন্দ্রনাথ বেপারীর পুত্র বাবুল কৃষ্ণ বেপারী কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে নিয়োগ প্রাপ্ত সারের ডিলার থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করাহয়েছে এবং মাটিভাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ঋণ খেলাপীর কারণে ১ জনকে বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিক জানান, আগামী ২৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন।