শ্রীমঙ্গল উপজেলার আমরাইল চা-বাগানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিএমএ ও ফারিয়া'র আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু নাহিদ, ডা. সাফাত মোহাম্মদ অয়ন, ডা. পিনাক ত্রিবেদী, ডা. অজন্তা দেবী অর্না প্রমুখ। এছাড়াও স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল এ্যসিস্ট্যান্ট, স্বাস্হ্য পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসা প্রদানসহ বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়।