পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর জেলা অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২২ মার্চ পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বিসিকের উপ-ব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, দি পিরোজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্টি এর পরিচালক মো. মহিউদ্দিন আকন। মেলায় বিসিকের ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি ক্ষুদ্র ও কুটিরজাত সামগ্রীসহ উদ্যোক্তারা মোট ৫০টি স্টলে নিজেদের তৈরি পণ্য সামগ্রী নিয়ে সাজিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।