শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার পুত্র হারিছ মিয়া (৪৫) গত ১৬ মার্চ তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আলমগীর ও এএসআই সরোয়ার হোসেনসহ শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ মার্চ) উপজেলার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কারসহ উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের শেখ হায়দার আলীর পুত্র আনোয়ার হোসেন (৩০), লামুয়া গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র সাদ্দাম মিয়া (২০) ও মাইজদিহি পাহাড়ের আজিত মিয়ার পুত্র দিলোয়ার মিয়া (২২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা পুলিশী জিজ্ঞাসাবাদে জানায়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের গরু চোর সর্দার দরুদ মিয়ার ভাই রউফ মিয়ার বাড়ির গোয়াল ঘরে বাদির চুরিকৃত গরুগুলো রয়েছে।
রাতে রউফ মিয়ার বাড়ি এবং আরো একাধিক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৮টি গরু উদ্ধার করে। অভিযানকালে দরুদ মিয়ার বাড়ি থেকে কুলাউড়া উপজেলার শিবির রোড জয়পাশা এলাকার মোশারফ হোসেনের পুত্র আশরাফ হোসেন রনি (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ হোসেন আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য বলে আজ দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিং-এ জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর। প্রেস বিফিংকালে শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।