“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, থানা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবদুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস এস মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ প্রমূখ।