কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছ। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প মালা আর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, আওমীলীগের পক্ষে সাবেক এমপি দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান এ্যাড ভোকেট এজাজ আহাম্মেদ মামুন, মুক্তি যোদ্ধা হায়দার আলী সহ বিভিন্ন অংগঠনের নেতৃবৃন্দ। শেষে র্যালি ও আলোচানা সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মর্শেদ হোসেনর সভাপতিত্বে আলোচানা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন আহাম্মেদ, বিশেষ অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেম্দ মামুন, বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী, ভাইস চেয়ার ম্যান সাক্কির আহম্মেদ, সোনালী খাতুন আলেয়া, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, টিপু নেওয়াজ, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বাবলু।