পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রয়ী কমিটির সদস্য মো. আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল এর সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার শেখ আ. লতিফ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার সুখরঞ্জন বেপারী, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো. আল-আমিন খান, সেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিবুর রহমান ডাকুয়া, সাধারন সম্পাদক আষিশ কুমার আইচ (চাঁন) প্রমুখ। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। তারমধ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদ গুলো হল, মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন পরিষদ।