স্বাধীনতার ৪ যুগ পর সরাইল উপজেলার বিটঘর বধ্যভূমিতে শহীদদের নামফলক ও স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। তেমনিভাবে আখাউড়ার গঙ্গাসাগর, পৈরতলার বধ্যভূমি, ওয়াপদার টর্সারসেল সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। আর এসবই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদণ্ডদৌলা খানের উদ্যোগে। ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দেয়ার পর এ ব্যাপারে উদ্যোগী হন তিনি। কোল্লাপাথরের শহীদ সমাধীক্ষেত্র আলোকসজ্জাকরণ ছাড়াও শাহবাজপুর সেতুর নিচে, মুকুন্দপুর এবং আখাউড়া নোমেন্স ল্যান্ডে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে। ৪৮ বছর ধরে অবহেলিত ছিলো সরাইলের পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমি। কোন নামফলক ও স্মৃতিসৌধ ছিল না সেখানে। অথচ সবুজ ছায়া ঘেরা এ গ্রামটি বুকে ধারণ করে রেখেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি। যোগাযোগ বিচ্ছিন্ন নীরব নিস্তদ্ধ মেঠো পথের গ্রামটিতে ছিল মুক্তিযোদ্ধাদের পদচারণা। আর পাকিস্থানের দোসর স্থানীয় রাজাকারদের নজরও ছিল সেখানে। ৭১-এর ৩০ অক্টোবর দুপুরে এ গ্রামে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মূখযুদ্ধ হয়। ওইদিন সন্ধ্যায় বিটঘর গ্রামের পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে পাকিস্তানী এক সেনা সদস্য গ্রামবাসীর বল্লমের আঘাতে নিহত হয়। আর গ্রামবাসীর পিটুনিতে গুরূতর আহত হয় উপজেলা সদরের মনু রাজাকার। এতে ক্ষুদ্ধ হয় পাকবাহিনী ও স্থানীয় রাজাকাররা। বদলা নেয়ার পরিকল্পনা করতে থাকে। পরের দিন ৩১ অক্টোবর রাতে গ্রামের খালপাড়ের নির্জন এক জায়গায় ৮০ জন মুক্তিযোদ্ধাকে ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করেছিল বর্বর পাকবাহিনী। স্তদ্ধ হয়ে পড়েছিল গোটা সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা। শোকের ছায়া নেমে এসেছিল শহীদদের পরিবার ও দুর্গাপুর গ্রামে। প্রিয়জন ও স্বজন হারানোর বেদনায় বাকরূদ্ধ হয়ে পাগল হয়ে গিয়েছিলেন একাধিক নারী পুরূষ। তাদেরই একজন আসকর আলী। চোখের সামনে সহোদর ভাইকে হত্যার ভয়ানক চিত্রের যন্ত্রণা তাকে কুঁড়ে খেয়েছে আজীবন। প্রথমে বাকরূদ্ধ। পরে পাগল হয়ে দীর্ঘদিন বেঁচেছিলেন। স্বজন হারাদের আরেকজন মালেকা বেগম। মাত্র ২২-২৩ বয়সের যুবতি মালেকাকে পড়তে হয়েছে বিধবার শাড়ি। স্বামী শামছুল হকের হত্যার বিভিষীকাময় দৃশ্য এখনো ভুলতে পারছেন না তিনি। স্বামীর মৃত্যুযন্ত্রণা চোখে দেখেও কিছুই করতে পারেননি তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মালেকা। নুরজাহান (০৪) ও আমিনুল (০১) নামের দুই শিশু সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়ে যান মালেকা। দেশ স্বাধীন হলেও স্বস্তি ছিল না মালেকার মনে। সন্তানদের আহার ও স্বামী হারানোর কষ্টের মাঝেও মালেকার স্বপ্ন ছিল শহীদদের স্থায়ী স্মৃতি নিয়ে। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মালেকা বধ্যভূমিতে নিজের ১৫ শতক জায়গা সরকারের নামে লিখে দিলেন। দলিল সম্পাদনের পর আর ফসল ফলাননি সেই জমিতে। তিনি দিনে রাতে ওই স্থানটিতে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ নির্মাণের স্বপ্ন দেখতেন। সবসময় ভাবতেন শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছার কথা। কিন্তু এ স্বপ্ন গুলো একসময় মালেকার কাছে খুবই দুরূহ মনে হত। বছর ঘুরে ৩১ অক্টোবর এলেই ওই জায়গাটির পাশে দাঁড়িয়ে শুধু কাঁদতেন মালেকা। আর শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতেন।
সরাইল উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ নেতাদের কাছে ঘুরেছেন অনেক। কিন্তু ফিরেছেন খালি হাতে। ওই সময়ে তার আবেদনে সাড়া দেননি কেউই। মিডিয়া বা অন্যকোন দফতরের লোকজন ৮০ শহীদের ওই জায়গাটি সরজমিনে দেখতে গেলেই দৌঁড়ে আসতেন মালেকা। কাঁদতেন আর বলতেন, ‘এখানে কি কিছু হবে? আমার স্বামীসহ যারা এখানে শহীদ হয়েছে তাদের জন্য কিছু একটা করূন না। আমি যে শান্তি পাচ্ছি না। আমি গরীব জায়গা দিয়েছি। টাকা থাকলে আমি আরো কিছু করতাম। আপনারা ৮০ জন শহীদদের সম্মান দেওয়ার একটা ব্যবস্থা করূন। এটা না হলে আমি যে মরেও শান্তি পাব না।’ হতাশ হয়ে পড়েছিলেন শহীদ জায়া মালেকা। আশার আলো জ্বালিয়েছেন খোদা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক পদে যোগদান করেন হায়াত-উদণ্ডদৌলা খান। কবি জয়দুল হোসেনের বইয়ের মাধ্যমে তিনি জানতে পারেন বিটঘর বধ্যভূমির ইতিহাস ও তথ্য। বিষয়টি দারূনভাবে ভাবিয়ে তুলে তাঁকে। তিনি সরজমিনে জায়গাটি পরিদর্শনে আসেন। একবার নয়, ওই অজপাড়া গাঁয়ে তিনি অনেকবার এসেছেন। ৪-৫ টি সভা করেছেন। সংশ্লিষ্ট অনেকের সাথে পরামর্শ করে কাজের পরিকল্পনা করেছেন। পরে তিনি সফল বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহন করেন। রোদ বৃষ্টি ঝড় কোনটাই থামাতে পারেনি জেলা প্রশাসককে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জেলা প্রশাসক এ নিয়ে সভা করেন স্থানীয় উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে। সকলের মতামতের ভিত্তিতেই বধ্যভূমিটির সৌন্দর্য্য বর্ধণের করণীয় নির্ধারণ করেন। অবশেষে বহুকাঙ্খিত সেই দিনের দেখা পেলেন মালেকা ও শহীদদের স্বজনরা। সরকারিভাবে সেখানে গণহত্যা দিবসটি যথাযথভাবে পালন, সঠিক তারিখ নির্ধারণ ও শহীদদের নামের তালিকা করার পরিকল্পনা হাতে নেন জেলা প্রশাসক। বরাদ্ধ দেন ১২ লাখ টাকা। সরাইল উপজেলার তৎকালীন ইউএনও এম এ মোসা ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্বাবধানে কাজটি সম্পন্ন হয়েছে। চারিদিকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা দেওয়াল। ভেতরে নির্মিত হয়েছে একটি শহীদ মিনার। অত্যাধুনিক স্মৃতিস্তম্ভ। যাতে সুন্দর অক্ষরে লিপিবদ্ধ হয়েছে সেখানে সংঘটিত যুদ্ধের ইতিহাস। চমৎকার শৈল্পিকতায় সাটিয়ে দেওয়া হয়েছে ৮০ শহীদের নামের তালিকা। স্থাপন করা হয়েছে ৪টি সোলার লাইট। চারিদিকে ঝলছ বড় বড় এনার্জি বাল্ব। এক সময়ের কোলাহলমুক্ত নির্র্জন এ স্থানটি এখন সন্ধ্যার পর আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে। অনেক দূর থেকেই চেনা যায় বধ্যভূমিটি। ৪৮ বছর ধরে অযতেœ অবহেলায় থাকা বিটঘর বধ্যভূমি এখন সেজেছে বর্ণিল সাজে। বধ্যভূমির সৌন্দর্য্য বর্ধণে পাল্টে গেছে বিটঘর গ্রামের চিত্র। খুবই উৎফুল্ল তারা। মুক্তিযুদ্ধের বিশাল এক ইতিহাসের অংশীদার হওয়ার আনন্দে তারা গর্বিত। ২০২০ সালের ৩১ অক্টোবর বিটঘর গণহত্যা দিবসটি সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দেশের জন্য জীবন দেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। এখন থেকে প্রতিবছর ৩১ অক্টোবর সকল শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত থাকবে এ বধ্যভূমি। শিশু কিশোর স্কুল কলেজের শিক্ষার্থীরা আসবে ফুল দিতে। তারা জানবে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের জন্য আত্মত্যাগের নির্মম বর্বর ইতিহাস ও শহীদদের নাম দেখে তারা শিউরে ওঠবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হবে। আর ৪৮ বছর ধরে এমন স্বপ্নই দেখে আসছিলেন শহীদ জায়া মালেকা বেগম। অবশেষে মালেকার সেই স্বপ্ন পূরণ হয়েছে জেলা প্রশাসক হায়াত-উদণ্ডদৌলা খানের সাহসী উদ্যোগের মাধ্যমে। সরাইলবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদণ্ডদৌলা খানকে। মহৎ এ কাজটির জন্য বিটঘর তথা সমগ্র সরাইলবাসীর হৃদয়ে আজীবন থাকবেন তিনি।
অবশেষে ২৫ মার্চ উদ্ধোধন:
৪৮ বছর পর জেলা প্রশাসকের উদ্যোগে বধ্যভূমিটি প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু রাজনীতির মারপ্যাচে আটকে যায় উদ্ধাধন। জেলা প্রশাসক ও জায়গা দানকারী শহীদ জায়া মালেকা বেগমকে দিয়ে উদ্ধোধনের প্রস্তাব স্থান পায়নি একাধিকবার। এভাবেই কেটে গেছে আরো দুই বছর। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা অনেক বিব্রতবোধ করেছেন। বিটঘর বধ্যভূমির উদ্বোধন নিয়ে সৃষ্ট জটিলতার কারণে নি:শব্দে সরাইলের আরো ৩টি বধ্যভূমির সংরক্ষণ ও সৌন্দর্য্য বর্ধনের কাজে পিছিয়ে পড়েন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। ৪৮ বছর সৌন্দর্য্য বর্ধন দেখলেও উদ্বোধন দেখার অপেক্ষায় ছিলেন মালেকা। বিলম্ব দেখে বধ্যভূমির প্রধান ফটকের কাছে বসে শুধু কাঁদতেন মালেকা। গত সোমবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে বধ্যভূমিটি উদ্ধোধনের। সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেনের প্রস্তাবের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ২৫ মার্চ বিকেলে বিটঘর বধ্যভূমিটির উদ্বোধন করবেন জেলা প্রশাসক হায়াত-উদণ্ডদৌলা খাঁন ও শহিদ জায়া মালেকা। সর্বশেষ স্বপ্নটি পূরণ হতে চলেছে মালেকার। তাই শহিদ জায়া মালেকা বেগম এখন খুবই আনন্দে আছেন।