পুরূষ নারী সেজে মাদক পাচারকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় থেকে দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকালে মহাসড়কের ইকোনো পরিবহনের টিকেট কাউন্টারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে ওই কাউন্টারের কাছে ঢাকার দিকে যাওয়ার উদ্যেশ্যে অপেক্ষা করছিলেন একজন বেরকা পরিহিত মহিলা ও একজন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোড হাইওয়ে পুলিশ তাদের দু’জনকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে বোরকা পরিহিত মহিলার মুখ থেকে কাপড় সরিয়ে দেখেন দাড়ি গোঁফ ওয়ালা যুবক। মাদক পাচারের এ অভিনব কায়দা দেখে উপস্থিত লোকজন আশ্চর্য্য হয়ে যান। বোরকা পরিহিত যুবকটির নাম এমরান (২৫)। এমরানের দেহে তল্লাশী চালিয়ে পুলিশ ৪৩ বোতল ও তার সাথে থাকা অপর যুবক সবুজের (২০) ব্যাগ থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এমরান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে। আর সবুজ একই স্থানের মো. শরিফ মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা বিজয় নগরের চান্দুরা থেকে মাদক গুলো নিয়ে নারায়ণগঞ্জের গাউছিয়ায় যাচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত দু’জনের বিরূদ্ধেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।