রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের দুই মাসে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৩১৫টি আর এতে প্রাণ হারিয়েছেন ৩১৯ জন। একই ফাউন্ডেশন বলছে, ২০২০ সালে সারা দেশে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ১ হাজার ৩১৮; আর এতে নিহত হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। এ পরিসংখ্যান থেকে বোঝা যায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা কতটা ভয়াবহ রূপ নিয়েছে। বস্তুত বেড়েই চলেছে মোটরসাইকেল দুর্ঘটনা। আর এর পেছনে রয়েছে নিয়ম ভাঙার প্রবণতা। রাজধানীর মিরপুর, ফার্মগেট, উত্তরা, মহাখালী, মতিঝিল, গুলিস্তান, মগবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নানা ধরনের নিয়ম ভাঙার দৃশ্য। ঘনঘন লেন পরিবর্তন করা হচ্ছে, এমনকি কোনো কোনো সময় ফুটপাতের উপর উঠিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বেপরোয়া চালনা, মাত্রাতিরিক্ত গতি, আইন না মানা এবং চালকদের সঠিক প্রশিক্ষণ না থাকা। প্রকৃতপক্ষে সড়কে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটছে না, অন্যান্য দুর্ঘটনাও ঘটছে অহরহ। আর এর প্রধান কারণ চালকদের বেপরোয়াপনা। মোটরসাইকেল দুর্ঘটনার কারণ বলতে গিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল এবং দেশে গড়ে ওঠা রাজনৈতিক মোটরসাইকেল-সংস্কৃতি মোটরসাইকেল দুর্ঘটনার মূল কারণ। তার এ কথার সূত্র ধরে বলা যায়, ১৮ বছরের কম বয়সিদের কাছে মোটরসাইকেল বিক্রি নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, মোটরসাইকেল চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের ট্রাফিক আইন সম্পর্কে জানাতে হবে। সবচেয়ে যা জরুরি তা হলো, আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং। চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালেই তাকে থামিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর একটি বড় কারণ হেলমেট না থাকা কিংবা নিুমানের হেলমেট ব্যবহার করা। তাই শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও চালক ও পেছনের আরোহীর ভালো মানের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। মোটরসাইকেল চালানোর জন্য সড়কে আলাদা কোনো লেন নেই। তাই চালককে বিশৃঙ্খলভাবে মোটরসাইকেল চালাতে দেখা যায়। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা জরুরি হয়ে পড়েছে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো বন্ধ করতে পারলে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে সন্দেহ নেই। তাই মোটরসাইকেল চালকদের মটিভেশনেরও দরকার রয়েছে। আর এই মটিভেশন হতে পারে পরিবারের ভেতরেই। পরিবারের অন্য সদস্যরা যদি মোটরসাইকেল চালক সদস্যকে সাবধানে চালানোর দীক্ষা দিতে পারে, তাহলে তা দুর্ঘটনা রোধে বড় সহায়ক হবে বলে মনে করি আমরা।