মহিলা এমপিকে প্রধান অতিথি করায় আবারও জাতীয় দিবসের অনুষ্ঠান বর্জন করলেন সরাইলের মুক্তিযোদ্ধারা। বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাননি মুক্তিযোদ্ধারা। শহিদ মিনার চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে তারা করেছেন পৃথক আলোচনা সভা ও বিশাল কলেবরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে গত ৭ মার্চের আলোচনা সভাও বর্জন করেছিলেন এখানকার মুক্তিযোদ্ধারা। গতকাল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা প্রশাসন। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পণ করেন মহিলা এমপি’র প্রতিনিধি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, পুলিশ প্রশাসন, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরাইল প্রেসক্লাব, আইডিয়াল রেডিডেন্সিয়াল স্কুল, ত্রিতাল সঙ্গীত নিকেতন, সুক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিষদ মিলনায়তনে। সেখানে ব্যানারে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি (৩১২) উম্মে ফাতেমা নাজমা বেগম। এমপি না আসায় প্রধান অতিথি হন উপজেলা পরিষদের চেয়ারম্যান। বক্তব্য রাখেন- ইউএনও মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, আ.লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, এড. মো. জয়নাল উদ্দিন, স্বেচ্চাসেবক লীগের সভাপতি মো. আমীন খান ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন। ওদিকে মহিলা এমপিকে প্রধান অতিথি করায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা বর্জন করে শহিদ মিনারে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় ওই সভায়ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, আ.লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদ, মো. আরব আলী, এড. সৈয়দ তানবির হোসেন কাউসার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মাহফুজ আলী ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের দ্বারাই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সাথে অসম্মানজনক আচরণ আমরা বরদাশত করব না। আপনি যত বড় চেয়ারের অধিকারীই হউন মুক্তিযোদ্ধাদের সাথে অসদাচারণ করে থাকলে ক্ষমা চাইতে হবে। বিকেলে শহিদ মিনারে বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়াও শিশু দিবস উপলক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার জীবন ও আদর্শের সাথে প্রাসঙ্গিক আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।