ব্যাপক উৎসাহ উদ্দিপনায় কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর মূর্যালে পূস্পমাল্যা অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধুর মূর্যালে পূস্পমাল্যা অর্পনের পর ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে কোরান খতম ও দোয়া মাহফিল করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের মাঝে পুরস্কার বিতরন ও বঙ্গবন্ধুর জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ার”ল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে¡ বিশেষ অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মাহফুজুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন। এছাড়াও এ অনুষ্টানের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্ত কর্তৃক যুব নারীদের ক্ষমতায়ন বিষয়ক আলোচনা শেষে তাদের মাঝে যুব রৃনের চেক বিতরন করা হয়। শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা ও শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান সহ স্কুল, কলেজ, এনজিও প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী সহ গনমাধ্যমের কর্মীগন উপ¯ি’ত ছিলেন।
উল্লেখ্য, দিবসটি পালনে বাংলাদেশ আওয়ামীলী, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠন সহ সকল শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগেও পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। এরমধ্যে সকালে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের মেইন বাসষ্টান্ডে ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।