৮ মার্চ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ব্যক্তিগত কার্যালয়ের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে ছবি ভাংচুর ও লুটপাট এবং বঙ্গবন্ধু শতবর্ষ বার্ষিকী উদযাপন মঞ্চ, বঙ্গবন্ধু মেলা ভাংচুরের ঘটনায় নোয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুালে মঙ্গলবার দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, নোয়াখালী দ্রুত বিচার ট্রাইবুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোয়েব উদ্দিন খাঁনের আদালতে এ মামলা দায়েল করা হয়। খিজির হায়াত খান, মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ৩ ভাগিনা মাহবুব রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত ও সালেকীন রিমনসহ ১৯৬জনকে আসামি অজ্ঞাত আরও ১০০-১৫০শতকে আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত আগামী ১০দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান শাহীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় খিজির হায়াত, মিজানুর রহমান বাদল, মাহবুব রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত ও সালেকীন রিমন করে আসামি করা হয়। বর্তমানে মিজানুর রহমান বাদল জেল হাজতে রয়েছেন।