কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু মঙ্গলবার দুপুরে নোয়াখালী দ্রুত বিচারক ট্রাইবুনালে আমলী আদালতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আগামী ১০ দিনের মধ্যে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা যায়, নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম মোছলেহ উদ্দিন মিজানের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেন ও মেয়রপুত্র তাশিক মির্জা কাদেরসহ ৯৭জনকে এজাহার ভুক্ত আসামি ও ৫০-৬০জন অজ্ঞাত করে আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি গ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। আরজুমান পারভীনের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, কাদের মির্জাকে প্রধান আসামি করে তার ভাই শাহাদাত হোসেন ও পুত্র মাশরুর কাদের তাশিকসহ ৯৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আরজুমান পারভীন অভিযোগ করেন, ৯-১৩ মার্চ শনিবার পর্যন্ত অনেক চেষ্টা করেও কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করতে পারিনি। পুলিশের তালবাহানায় থানায় মামলাটি রেকর্ড করা হয়নি।
গত ৮মার্চ উপজেলার বসুরহাট রূপালী চত্বরে আবদুল কাদের মির্জা ও অনুসারীদের খিজির হায়াত খানের ওপর হামলা অভিযোগে এ মামলা দায়ের করা হয়।