ঝিনাইদহে সরকারি সেবা কিভাবে গ্রহণ করা যাবে, সেবা না পেলে করণীয় ও সেবা বঞ্চিতদের নিয়ে গণশুনাণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।
শুনানীতে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ও কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ১৪ টি গ্রামের ১০০ জন সেবা গ্রহীতা অংশ নেয়। থানায় সেবা গ্রহণ, সেবা না পেলে করনীয়সহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়ক খোন্দকার আশরাফুন্নাহার আশা, পিও বিষ্ণু পদ ঘোষ, আয়াতুল্লাহ, মামুনুর রশীদ, পারভীন আক্তারাসহ অন্যান্যরা।