কালীগঞ্জ উপজেলা শহরে করোনার অনুদানের ১০ হাজার টাকা পাওয়ার খবরে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের হিড়িক পড়তে দেখা গেছে এতে করে দোকানিরা হাতিয়ে নিচ্ছে ১শত থেকে ৩শত টাকা পর্যন্ত।
বিশেষ করে রোববার সকাল থেকে বিভিন্ন কম্পিউটার দোকানে অনলাইনে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড় করতে থাকে।
করোনাকালে স্কুল-কলজে বন্ধ থাকায় সরকার শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাদের ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে প্রত্যায়নপত্র তুলতে ভিড় করেন। এতে করে প্রতিষ্টানের প্রধানদের হিমসিক খেতে হয়।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকরা টাকা দেওয়ার বিষয়টি অবগত নয় জানালেও শিক্ষার্থীরা মানতে নারাজ। তারা বাধ্য হয়েই প্রতিষ্টান প্রধানরা তাদেরকে প্রত্যায়নপত্র দেন।
গত ১৮ জানুযারি শিক্ষা মন্ত্রনায়লয়ের ওয়েবসাইডে এ-সংক্রান্ত প্রঙ্গাপন প্রকাশ করা হয়। মাধ্যমকি ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষকদের টাকা পেতে গত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবদেন শুরু হয়েছিল। অনলাইনের আবেদনের সময় ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরে সে সময় বাড়ানো ৭ র্মাচ পর্যন্ত এরপর আবারও সময় বাড়িয়ে করা ১৫ মার্চ পর্যন্ত এবং সবংশেষ ২০ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।
এ ক্ষেত্রে একাধিক শিক্ষার্থী বলেন, ‘সহপাঠীদরে কাছ থেকে তথ্য পেয়ে আমরা আবদেন করতে এসেছি খবর পেয়েছি করোনার জন্য সরকার নাকি ১০ হাজার করে টাকা দিবে।
চলতি বছর শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাত থেকে অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে এক শিক্ষা প্রতিষ্টানের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ, একজন শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ হাজার, শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার, উচ্চ মাধ্যমিকে ৯ হাজার, স্নাতক/সমমান পর্যায়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রতি বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্টান, শিক্ষক-কর্মচারী ও মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধি, জটিল ও ব্যয়বহুল রোগী, দুর্ঘটনায় কবলিত শিক্ষার্থীদের সহায়তায় দেওয়া হয়ে থাকে। তার ভিত্তিতে এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধাপে ৬ কোটি ও কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসান টিপু,ভাদঘরা দয়াপুর স্কুলের প্রদান শিক্ষক অশোক সিংহ বলেন, আমাদের হাতে এ ধরনের কোন চিঠি উপরি মহল দেয় নাই। শুনছি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত, হলে শিক্ষক,কর্মচারী শিক্ষার্থীরা করথে পারে এবয় সরকার সেটা বিবেচনা করবে আর্থিক সহযোগিতার।