কয়রায় জলবায়ু পরিষদের প্রকল্প মনিটরিং টিমের লবিং মিটিং গতকাল ১৬ মার্চ বেলা ১১ সরেজমিন কৃষি গবেষনা বিভাগের এমএলটি সাইট কয়রার অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা জলবায়ু পরিষদের সদস্য সচিব কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের সভাপতিত্বে লবিং মিটিং-এ উপস্থিত ছিলেন সরেজমিন কৃষি গবেষনা বিভাগের কয়রার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহযোগী জাহিদ হাসান, সিএসআরএলের উপজেলা প্রকল্প সমন্বয়কারি নিরাপদ মুন্ডা, জলবায়ু পরিষদের সদস্য রিয়াছাদ আলী, এস এম নুরুল আমিন নাহিন, মইদুল ইসলাম সানা, রেশমা আক্তার, সাথী, রাসেল রানা প্রমুখ। এ সময় উপকুলীয় অঞ্চল কয়রায় বিআরআই উদ্ভাবিত আলুর বিভিন্ন জাতের উপযোগিতা যাচাই লবনাক্ত জমিতে বিনা চাষে আলু উৎপাদন প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনষ্ঠিত হয়।