সাইক্লিং গ্রুপ কয়রার উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় কয়রার ৩ রাস্তার মোড় থেকে চাদঁআলী ব্রিজ পর্যন্ত ১৪ কিঃ মিঃ এ ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন আঃ রহমান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাবিবুল্যাহ ও তৃতীয় স্থান অধিকার করেছেন আবু হাসান। প্রতিযোগিতা শেষে খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন সাইক্লিং গ্রুপ কয়রার প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, সাইক্লিং গ্রুপ কয়রার সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সহ-সভাপতি ডেল্টা লাইফের এম তাইজুল ইসলাম, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, আঃ রব প্রমুখ।