কৃষি অধিদপ্তরের অধীনে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে হরিপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল করিম, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার কৃষক-কৃষাণীদের নিয়ে গঠিত ৫৪টি গ্রুপের মাঝে একটি পাওয়ার থেসার ৩৮টি, রিপার ১০টি ও পাওয়ার স্প্রেয়ার ১০টিসহ মোট ৯৮ টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়।