খুলনার দিঘলিয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ” মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। এ সময় আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান, মফিজুর রহমান ঠান্ডু, শেখ আনসার আলী, ইউপি সদস্য হাফিজা খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার দিবস এর সভা শেষে আগামী ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলার সকল মসজিদে বাদ আসদ জুম মিটিং এপস এর মাধ্যমে দোয়া অনুষ্ঠান করার বিষয়ে নির্দেশনা দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।