নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আলা উদ্দিন হত্যার ঘটনায় করা মামলার বাদী নিহতের ছোট ভাই এমদাদ হোসেনসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ মামলাটি দায়ের করেন মেয়র কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত সালাহ উদ্দিন পিটন। আদালতের বিচারক এইচ এম মোসলেহ উদ্দিন মিজান নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মামলায় এমদাদকে ৩২ নম্বরে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট শাহ মনজুরুল হাছান। তিনি বলেন, আসামিরা সংঘবদ্ধ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট বাজারে হামলা চালায়। মেয়র কাদের মির্জার সত্যবচনে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় হাসান ইমাম রাসেলসহ কয়েকজন সন্ত্রাসীর পরিকল্পনায় আসামিরা অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা চালিয়ে অনেককে আহত করেন। এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক মুজাক্কির নিহত হন। এ ঘটনায় মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টারের দায়ের করা মামলাটিও তদন্ত করছে নোয়াখালী পিবিআই। উল্লেখ্য, গত ৯ মার্চ বসুরহাটে বিবদমান আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিএনজি চালক আলা উদ্দিন। এ ঘটনায় তার ছোট ভাই মো. এমদাদ হোসেন বাদী হয়ে থানায় এজাহার দিলে সেখানে কাদের মির্জার নাম দেখে পুলিশ মামলা নেয়নি। পরে গত রোববার মামলাটি নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করলে বিচারক এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি-না তা ১৫ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেন। অপরদিকে হত্যা মামলা দায়েরে পর বাদী মো. এমদাদ হোসেন নিজের নিরাপত্তা নিয়ে বার বার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, মামলা থেকে কাদের মির্জাসহ তার ভাই ও ছেলেকে বাদ দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছে। অবশেষে সোমবার তাকে আরেক মামলায় আসামি করা হলো।