দিঘলিয়া উপজেলা সহ খুলনার বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে বেপরোয়াভাবে নানা পদ্ধতিতে খোলা বাজারে এসে বিভিন্ন ঔষধের দোকানে বিক্রয় হচ্ছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাটে বাজারে ছোট বড় ঔষধের দোকানে নানা ধরনের সরকারি ওষুধ কালো বাজারে বিক্রয় হচ্ছে। খুলনা শহর সহ খুলনার আশপাশের উপজেলা হসপতাল ও ক্লিনিক থেকে বিভিন্ন কর্মচারীদের মাধ্যমে এ সকল ওষুধ কালো বাজারে এসে গোপনে বেচাকেনা হয়। বছরের পর বছর ধরে সরকারি মূল্যবান ওষুধ গুলো কালো বাজারে বিক্রয় হলেও ওষুধ প্রশাসন সরকারি নানা ধরনের মূল্যবান ওষুধ কালো বাজারে আসা ও বিক্রয় বন্দ করতে পারছেনা। অপর এক সূত্র থেকে জানা গেছে, বর্তমানে খুলনা শহরের বড় বড় হাসপাতাল ও ক্লিনিক সহ পার্শ্ববর্তী উপজেলা হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অস্থায়ী নানা ধরণের কর্মচারী নিয়োগ দিয়েছে। এসকল কর্মচারীদের মাধ্যমে সরকারি নানা ধরনের মূল্যবান ওষুধ কালো বাজারে আসে বলে জানা গেছে। এসব কর্মচারীরা বিভিন্ন চিকিৎসক দিয়ে নানা প্রকার ওষুধ স্লিপে লিখিয়ে ওষুধ সংগ্রহ করে। তারা এসব ওষুধ কালো বাজারে এসে গোপনে বেচাকেনা করে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে বিজ্ঞ মহল মনে করেন।