‘মুজিববর্ষের শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি’-এ স্লোগানকে সামনে রেখে সরাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মো. নোমান মিয়া, আইসিটি বিভাগের উপজেলা সহকারি প্রোগ্রামার মো. শাকিল আহমেদ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান ও উপলদ্ধী সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. শরীফ উদ্দিন। প্রধান অতিথি সহ অন্যান্য বক্তা বলেন, প্লাষ্টিক সামগ্রীর ব্যবহার সমগ্র দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। মানুষের স্বাভাবিক জীবন-যাপন বর্তমানে অনেকটা প্লাষ্টিক সামগ্রি নির্ভর। তাই প্লাষ্টিকের ব্যবহার বললেই বন্ধ হয়ে যাবে না। তবে প্লাষ্টিক তথা পলিথিনের দূষণ রোধ করতে হবে। কারণ পলিথিন শুধু পরিবেশ নষ্ট করছে না। শিশুর কিছু খাবারেও প্লাষ্টিকের মিশ্রণ রয়েছে। যেটা তাদের জন্য খুবই ক্ষতিকর। তাই প্লাষ্টিকের দূষণ রোধে দেশের সকল মানুষের সচেতনতা ছাড়া কোন উপায় নেই। যথেচ্ছা প্লাষ্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় রেখে পুড়িয়ে ফেলতে হবে। কাঁচা তরিতরকারি থেকে শুরূ করে সকল প্রকার মালামাল ক্রয় করার সময় মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখতে হবে। ওজনে কম দিল কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ভেজাল ও পঁচাবাসী খাবার সামগ্রী বিক্রয়কারীর বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সকলকে ভোক্তা অধিকার সম্পর্কে জানতে হবে। সেই অধিকার আদায়েরও চেষ্টা করতে হবে।