দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর অবশেষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার কর্মচারীদের বেতন প্রদান দিলেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।
সোমবার সকালে সাড়ে ১১ টার দিকে পৌরসভার মেয়র কার্যালয়ে কক্ষে দীর্ঘ ৮ মাস পর বন্ধ হয়ে থাকা পৌর কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মুখে হাসি ফোটানোর লক্ষে নগদ অর্থ বাবদ বেতন তাদের হাতে তুলে দেন এবং এই মহতি কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভার সুযোগ্য নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।
এ সময় পৌর কার্যালয় কক্ষে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ সোহেল আরমান, সুব্রত চক্রবর্তী, শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা, শারমিন আক্তার সাথী সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী।