নোয়াখালীর সেনবাগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামন রেখে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেশারপাড় মধ্যপাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সামনে ২নং কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত তৃনমূল আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন-ডাক্তার আলী হায়দার, আবু নাছের, আবুল বাশার, খন্দকার হারুন অর রশিদ, আবদুল বারিক সহ ইউপির ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় আগামী ইউনিয়ন পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীরা তৃনমূলের নেতা-কর্মিরা যাকে মনোনিত করে কেন্দ্র নাম পাঠাবে এবং যে নৌকা প্রতিক নিয়ে আসবে তারা সকলে নৌকার পক্ষে কাজ করবে। তৃনমূলের কর্মিদের অবমূল্যায়ন করে ভিন্ন পন্থায় নৌকা নিয়ে আসলে সকলকে নিয়ে তা প্রতিহত করা হবে হুশিয়ারী দেন।